E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামসাগর এক্সপ্রেস চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন 

২০২০ ফেব্রুয়ারি ২৪ ১৭:৫২:২৮
রামসাগর এক্সপ্রেস চালুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন 

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেন পুনরায় চালুর দাবিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর থানার আয়োজনে গাইবান্ধা রেল স্টেশন চত্ত্বরে সকাল ১০ টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গাইবান্ধার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।

এ সময় মানববন্ধনকে সফল করতে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা তিস্তামুখ ঘাট হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস ও সাঁটল ট্রেনটি অবিলম্বে পুনরায় চালুর জোড় দাবী জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান।

সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test