E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী রায় বংশীয় ১৭তম জ্ঞাতী সন্মেলন অনুষ্ঠিত

২০২০ ফেব্রুয়ারি ২৯ ১৮:৪৬:৩৩
আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী রায় বংশীয় ১৭তম জ্ঞাতী সন্মেলন অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঐতিহ্যবাহী রায় বংশীয় তিন দিন ব্যাপী ১৭তম জ্ঞাতী সন্মেলন বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। 

পূর্বসূরী মহাজনদের স্মরণ ও উত্তরসূরীদের মঙ্গল কামনায় একে অপরের পাশে আবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের দেবেন্দ্র নাথ মজুমদার (রায়) ও বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান নিরোদ বরণ হালদারের (রায়) বাড়ির আঙ্গীনায় বৃহস্পতিবার মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এতিহ্যবাহী রায় বংশীয় তিন দিনের জ্ঞাতী সন্মেলনের উদ্বোধন করেন বংশের বিশিষ্ট সমাজ সেবক প্রবীন ব্যক্তিত্ব মাদারীপুর জেলার আমগ্রামের বাসিন্দা শ্রী কার্তিক চন্দ্র রায়।

জ্ঞাতী সন্মেলনের আয়োজক ক্ষিরোদ চন্দ্র হালদার, সত্য রঞ্জন হালদার, দীনেশ চন্দ্র হালদার, বাবুলাল হালদার, কালাচাঁদ মজুমদার জানান, যশোরের উলু বনের বাঘরায় বংশ থেকে হালদার, বল্লভ, বালা, মিস্ত্রী, সরকার, বাড়ৈ, মজুমদার, বংশের উৎপত্তি হওয়ায় দেশের বিভিন্ন জেলায় বসবাস করা ওই সকল বংশের হাজার হাজার আমন্ত্রিত নারী ও পুরুষ অতিথীবৃন্দ তিন দিনের জ্ঞাতী সন্মেলনে যোগদান করেন।

সন্মেলনে প্রতিদিন বিকেলে থেকে গভীর রাত পর্যন্ত চলে জ্ঞাতী ভাই-বোনের পরিচিতি পর্ব, ধর্মীয় আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিন দিনের জ্ঞাতী সন্মেলনে বংশের লোকজনের ভাতৃত্ববোধের মাধ্যমে একাত্মতাবোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলার শিমুলবাড়ি গ্রামের হোমিও চিকিৎসক ও সংগঠনের সহ-সভাপতি শ্রী যতীন্দ্র নাথ রায় বল্লভ, সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শ্রী বিপুল কুমার বাড়ৈ (রায়), বংশীয় সন্মেলনের উদ্যোক্তা ডাসার থানার নবগ্রামের ভাগবতদর্শী শ্রী গুনধর মৃধা (রায়), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার বাসিন্দা শ্রী দুলাল কৃষ্ণ রায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কলাবাড়ি গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রী দুলাল রায়, আগৈলঝাড়ার শিক্ষক দীনেশ চন্দ্র হালদার, সমাজ সেবক ক্ষিরোদ চন্দ্র হালদার, সত্য রঞ্জন হালদার, বাবুলাল হালদার, কালাচাঁদ মজুমদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test