E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গুড়ায় ৮ দিনব্যাপী বই মেলা শুরু কাল

২০২০ মার্চ ০২ ১৮:১২:৪৯
ভাঙ্গুড়ায় ৮ দিনব্যাপী বই মেলা শুরু কাল

শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : বইমেলা শুধু বইয়ের মেলা নয়, সামাজিক মেলবন্ধন শ্লোগান নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ৮ দিনব্যাপী ২৭তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে।

ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল ও কলেজ মাঠে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেক জানান, মঙ্গলবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করবেন বলে সচেতনের সভাপতি জানিয়েছেন।

কেবল নেট ওয়ার্কের প্রধান নির্বাহী সঙ্গীত কুমার পাল বলেন, সচেতনের বই মেলা এখন কেবল ভাঙ্গুড়াবাসীর মেলা নয়, এটি চলনবিল অঞ্চলের লাখো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়েছে। এছাড়া জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী তথা ‘মুজিব’ বর্ষকে স্বাগত জানাতে এবারের বই মেলা দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ‘কেবল নেট ওয়ার্কে’র ব্যাপক প্রস্তুতি রয়েছে।

সচেতনের সাধারন সম্পাদক রকিবুল ইসলাম বাবুল জানান, প্রতিবছরের ন্যায় এবারও এই মেলার আয়োজন করেছে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ। মেলায় বইসহ ৫৭টি স্টল রাখা হয়েছে। মেলা ও বই উৎসব চলবে ১০ মার্চ পর্যন্ত।

(এস/এসপি/মার্চ ০২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test