E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আউয়াল সমর্থকদের দহরম-মহরম চলছেই

এখনও আতঙ্ক কাটেনি পাথরঘাটা-ঢাকা সড়কে

২০২০ মার্চ ০৪ ১৬:৩১:৪৪
এখনও আতঙ্ক কাটেনি পাথরঘাটা-ঢাকা সড়কে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালত মঙ্গলবার (৩ মার্চ) এক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই রায় কে কেন্দ্র করে তার নেতা কর্মি আর সমর্থকদের মহরায় উত্তাল হয়ে উঠে পিরোজপুরের সড়কপথ। সকাল থেকেই বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে আউয়ালের সমর্থকরা।

ওই সড়ক দিয়ে যাতায়েত করে থাকে পাথরঘাট-ঢাকা, কাকচিড়া-ঢাকা, চরদুয়ানী-ঢাকা, কাঠালতলী-ঢাকা, কামারহাট-ঢাকা, পাথরঘাটা-চট্টগ্রাম, পাথরঘাটা-চাপাইনবাবগঞ্জ, পাথরঘাটা-খুলনা, পাথরঘাটা-বেনাপোল (যশোর), পাথরঘাটা-বরিশাল সহ অসংখ্য গাড়ি। হঠাৎ-ই হামলার স্বীকার হয় এই সড়কের বিভিন্ন যানবাহন। ঢাকা থেকে পাথরঘাটা গামী রাজিব পরিবহন, হামিম পরিবহন সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের শিকার হয় ঘটনার সময়।

ঢাকা থেকে ছেড়ে আসা পাথরঘাটার রাজিব পরিবহনের একাধিক যাত্রী জানান, আমরা আতঙ্কিত হয়ে পিরোজপুর শহর অতিক্রম করেছি। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রবেশের সাথে সাথেই তারা সড়কের মাঝে গাছের গুঁড়ি দেখতে পান বলেও জানান। সেখানে ঘন্টাব্যাপী অপেক্ষা করে তারা পুলিশের প্রহরে পিরোজপুর শহর অতিক্রম করে।

তারা আরো জানান, সাবেক এমপি আউয়ালের বাড়ির এলাকায় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় আউয়ালের বাড়ির এলাকা অতিক্রম করার সময় তার সমর্থকরা বেশ কয়েকটি গাড়িতে হামলা চালায়।

হামলার শিকার হামিম পরিবহনের চালক আমান ও রাজিব পরিবহনে চালক শংকর জানান, পুলিশের প্রহরায় পিরোজপুরের ঝাউতলা এলাকা অতিক্রম করার সময় সাবেক এমপি আউয়ালের সমর্থকরা আমাদের গাড়ির উপর হামলা চালিয়ে গ্লাস ভাংচুর করে। তাদের নেতার জামি হওয়ার পরেও ৪ জানুয়ারি সকালে সড়কে মহরা দেয় সমর্থকেরা।

(এটি/এসপি/মার্চ ০৪, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test