E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুজিববর্ষ উদযাপনে চাটমোহরে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

২০২০ মার্চ ০৪ ১৮:২৩:১২
মুজিববর্ষ উদযাপনে চাটমোহরে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ উদযাপনে পাবনার চাটমোহরে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চাটমোহর বালুচর খেলার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। এরপর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।

এ সময় আয়োজনের পৃষ্ঠপোষক চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ, একশ’ শিক্ষার্থীর অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউট, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের যৌথ আয়োজনে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, ক্রীড়া, সহশিক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠান।

(এস/এসপি/মার্চ ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test