E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গুড়ায় বইমেলার উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

২০২০ মার্চ ০৪ ১৮:২৭:৫১
ভাঙ্গুড়ায় বইমেলার উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হলো আটদিনব্যাপী ২৭ তম বইমেলা। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকেলে বইমেলার উদ্বোধন করেন।

ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই বইমেলার আয়োজন করে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সংস্কৃতিক পরিষদ।

সচেতন সাহিত্য-সংস্কৃতিক পরিষদের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. মকবুল হোসেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, সহকারী পুলিশ সুপার সজিব শাহরিন, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে প্রতি বছর আর্থিক অনুদান দেয়ার ব্যবস্থা সহ উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক সরঞ্জামাদি ও দশজন অসচ্ছল প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আজীবন ভাতা দেয়ার ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা স্টল পরিদর্শন করেন।

এবারের বইমেলায় ৩৫টি বইয়ের দোকান সহ মোট ৫৭টি স্টল বসেছে। এসব বইয়ের দোকানে জাতীয় পর্যায়ের লেখক ছাড়াও স্থানীয় লেখকদের বই পাওয়া যাবে। মেলায় প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বহিরাগত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সচেতন সাহিত্য-সংস্কৃতিক পরিষদের সংরক্ষণে ৭ হাজার দুর্লভ বই রয়েছে। মেলা চলাকালীন প্রতিদিন এই পাঠাগার পাঠকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বুধবার মেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গণে মানুষের সমাগম বাড়তে শুরু করেছে। পাঠকরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দের বই কিনছে। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।

(এস/এসপি/মার্চ ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test