E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশব্যাপী গার্মেন্টে ধর্মঘট আজ

২০১৪ আগস্ট ০৯ ০৯:৫০:২৪
দেশব্যাপী গার্মেন্টে ধর্মঘট আজ

স্টাফ রিপোর্টার : তোবা গ্রুপের পোশাক কারখানার শ্রকিমদের বকেয়া বেতন-ভাতার দাবিসহ বিভিন্ন দাবিতে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি আজ শনিবার দেশের সব পোশাক কারখানায় ধর্মঘট ডেকেছে।

শুক্রবার তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রহুল আমিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তোবা গ্রুপসহ দেশের সব গার্মেন্টের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দোলোয়ার হোসেনের জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমিকদের ছাঁটাই-নির্যাতন, হামলা-মামলা, দমননীতি বন্ধের দাবি এবং আন্দোলনরত নেতাদের গ্রেপ্তার ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মঘট সফল করতে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, সাভার, টঙ্গী, জয়দেবপুর, কোনাবাড়ী, মাওনা, মিরপুর, তেজগাঁওয়ে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল, পথসভায় পুলিশ লাঠিপেটা করে ব্যানার কেড়ে নিয়েছে এবং এতে অনেক পোশাকশ্রমিক আহত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

এর আগে ৫ অ‍াগস্ট বাড্ডার হোসেন মার্কেটে তোবার কারখানায় অনশনরত তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু শনিবার সারাদেশের শিল্পাঞ্চলে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে ঈদের আগের দিন থেকে প্রায় দুই সপ্তাহ অনশনের পর তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের আংশিক বকেয়া পরিশোধের ঘোষণা দেয় গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিজিএমইএ’র বেতন প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ কর্মসূচি অব্যাহত রাখলে বৃহস্পতিবার তোবার কারখানা ভবনে ঢুকে অনশনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় মোশরেফা মিশু ও জলি তালুকদারসহ কয়েকজনকে পুলিশ আটক করলেও ওই দিন রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

(ওএস/এইচআর/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test