E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাউয়াছড়ায় বন বিভাগের অভিযানে বিপুল পরিমান দখলকৃত বনভূমি উদ্ধার

২০২০ মার্চ ০৫ ১৮:১৮:০৩
লাউয়াছড়ায় বন বিভাগের অভিযানে বিপুল পরিমান দখলকৃত বনভূমি উদ্ধার

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া সংরক্ষিত বনবিট এলাকায় বন বিভাগের বিশেষ অভিযানের প্রথম দিনে উচ্ছেদ চালিয়ে বিপুল পরিমান বনভুমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভুমির পরিমান এক হেক্টর বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চালানো অভিযানে এই বিপুল পরিমান বনভূমি উদ্ধার হয়।

লাউয়াছড়া বনরেঞ্জ সূত্রে জানা যায়, কালাছড়া, লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকায় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বিপুল পরিমাণ বন ভূমি দখল করে লেবু বাগান ও বসতঘর নির্মাণ করে আসছিল। এসব বনভূমি উদ্ধারে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিছুর রহমানের নেতৃত্বে কালাছড়া বনাঞ্চলনে অভিযান চলে।

অভিযানকালে কালাছড়া ফরেষ্ট ভিলেজার হেডম্যান মাখন উড়াং এর দখলে থাকা অতিরিক্ত বন ভূমি উদ্ধার করা হয়। হেডম্যান মাখন উড়াং ছাড়াও আরও কিছু বেদখল হওয়া বন ভূমিসহ মোট এক হ্ক্টের বন ভূমি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক মো. আনিসুর রহমান আকস্মিক অভিযান ও বন ভূমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, বন ভূমি উদ্ধারের এটি একটি নিয়মিত কাজ।

তিনি বলেন, কালাছড়া বনবিট এলাকায় অভিযান করে ফরেষ্ট ভিলেজার মাখন হেডম্যানের নামে বন্দোবস্তকৃত ভূমির চেয়ে অতিরিক্ত ভূমি উদ্ধার করা হয়েছে। কালাছড়া থেকে মোট এক হেক্টর বন ভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে লাউয়াছড়া ও চাউতলী বনবিট এলাকা থেকে দখলকৃত বন ভূমি উদ্ধার করা হবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

(একে/এসপি/মার্চ ০৫, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test