E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় জাতীয় পাট দিবস পালিত

২০২০ মার্চ ০৬ ১৬:৩২:১২
মাগুরায় জাতীয় পাট দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে । 

এ উপলক্ষে জেলা প্রশাসন ও মাগুরা পাট অধিদপ্তর, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে শহরে র‌্যালি বের হয় ।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাগুরা পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক মো: আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান । বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) আহসান হাবীব ও পাট অধিদপ্তর মাগুরার পরিদর্শক আবুল হোসেন প্রমুখ ।

সভায় জানানো হয়, পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, পাট চাষ সম্প্রসারন, গুণগতমান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ ও গবেষণা কার্যক্রম পরিচালনার নিমিত্তে পাট আইন ২০১৭ প্রণীত হয়েছে। ধান, চাল, গম, চিনি, আদা, মচির, হলুদ, পেঁয়াজসহ ১৯ টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে ।

তাছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য লাইন্সেস গ্রহন এবং তা সময়মত নবায়ন করা বাধ্যতামুলক করা হয়েছে ।

অনুষ্ঠানে পাটচাষী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন ।

(ডিসি/এসপি/মার্চ ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test