E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

২০২০ মার্চ ০৬ ১৬:৫০:৩১
বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর হাসপাতালের গাইনী বিভাগের কনস্যালটেন্ট ডাক্তার আবু দাউদ খানের বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহষ্পতিবার দিনগত রাতে বাগেরহাট শহরের হাড়িখালী বটতলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল তার বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

ডা. আবু দাউদের স্ত্রী জেলার চিতলমারী উপজেলার বঙ্গবন্ধু কলেজের শিক্ষক ইয়াসমিন সুলতানা বলেন, বৃহষ্পতিবার দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র মুখোসধারী ডাকাত দল বাড়ির নিচতলার পেছনের ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। ঘরে লোক ঢোকার শব্দ পেয়ে আমার স্বামী ও বৃদ্ধ শাশুড়ির ঘুম ভেঙ্গে যায়।

এসময় ডাকাতদল বাড়ির দোতলায় উঠে আমার স্বামী ও শাশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ সাড়ে চার লাখ টাকা নগদ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, ডা. আবু দাউদ খানের বাড়িতে ডাকাত দল হানা নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই বাড়ির ডাকাতিতে পাঁচ থেকে ছয়জন অংশ নেয়। আমরা ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছি। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি। খুব শিগগির জড়িতদের ধরতে পারব বলে আশা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

(এসএকে/এসপি/মার্চ ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test