E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাল দখল করে দোকান নির্মাণ : পানি চলাচলে প্রতিবন্ধকতায় বিপাকে পড়বে কৃষক

২০২০ মার্চ ০৬ ১৮:১৯:৪৯
খাল দখল করে দোকান নির্মাণ : পানি চলাচলে প্রতিবন্ধকতায় বিপাকে পড়বে কৃষক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের কর্তা ব্যাক্তিদের ম্যানেজ করে খাল দখল করে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী হাবিব খলিফা।

সরেজমিনে দেখা গেছে, আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়কের গৈলার নীমতলা নামক স্থানে শুক্রবার দুপুরে সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করছে স্থানীয় প্রভাবশালী কামাল বেপারী। খাল দখল করে দোকান ঘর নির্মানের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হলে চলতি বোরো মৌসুমের পানি সেচের জন্য বিপাকে পরবে কৃষকেরা।

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণ শিহিপাশা গ্রামের কামাল বেপারীর নিকট থেকে নীমতলা এলাকার মৃত হাশেম আলী খলিফার ছেলে হ্যাচারীর মালিক হাবিব খলিফা দেড় লাখ টাকায় মহাসড়কের পাশে খাল পারের ১২ হাত বাই ১৫ হাত জায়গা ক্রয় করে। ওই জায়গায় শুক্রবার দুপুরে খাল দখল করে দোকান ঘর নির্মান শুরু করে।

স্থানীয়দের মাধ্যমে অবৈধভাবে খাল দখল করে দোকান নির্মানের খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম দোকান নির্মান কাজ বন্ধ করতে লোক পাঠালেও তারা নির্মাণ কাজ বন্ধ না করে উপয়ন্তু দখলদারের মাধ্যমে ম্যানেজ হয়ে তারা ফিরে আসে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

খাল দখর করে দোকান নির্মাণের ঘটনায় স্থানীয় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ কর্মীদেরও ম্যানেজ করার চেষ্টা করেন দখলদারের পক্ষে সাবেক এক জনপ্রতিনিধি।

সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিকেলে লোক পাঠিয়ে কাজ বন্ধ করতে বললেও আই ওয়াশের জন্য নির্মিত ঘরের দুটি দরজা খুলে ফেলে ইউএনও’র পাঠানো গৈলা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

অবৈধ দখলের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম ম্যানেজ হওয়ার কথা অস্বীকার করে বলেন, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর পেয়ে তিনি নির্মান কাজ বন্ধ করতে লোক পাঠিয়েছিলেন, কিন্তু কি কারনে নির্মানকাজ বন্ধ হয়নি এটা তার জানা নেই।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test