E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর স্মরণে গৌরীপুরে বটবৃক্ষ ‘ছায়াবন্ধু’ রোপণ

২০২০ মার্চ ০৮ ১৭:৫৮:০৪
বঙ্গবন্ধুর স্মরণে গৌরীপুরে বটবৃক্ষ ‘ছায়াবন্ধু’ রোপণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে ময়মনসিংহের গৌরীপুর শহীদ হারুন পার্কে একটি বটগাছ রোপণ করা হয়েছে। 

রবিবার (৮ মার্চ) আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে বটগাছটি রোপণ করা হয়। বঙ্গবন্ধুর স্মরণে রোপণ করা বটগাছটির নামকরণ করা হয়েছে ‘ছায়াবন্ধু’। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বটগাছটি রোপণ করেন।

বটগাছ রোপণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার নাজিম উদ্দিন, এসিক নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী তাসলিমা জাহান কলি, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী রুনা বেগম, এসিক নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক শান্তনা আক্তার, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, কবি মোঃ শহীদুল্লাহ, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক মহসীন মাহমুদ, বঙ্গবন্ধুপ্রেমী কাঠমিস্ত্রি আব্দুর রশিদ প্রমুখ।

এসিক নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, একটি বটগাছ অনেক দিন বেঁচে থাকে। তাই মুজিবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ছায়াবন্ধু নামে বটগাছটি রোপণ করা হয়েছে। আমরা হয়তো পৃথিবীতে থাকবো না কিন্তু বটগাছটি বঙ্গবন্ধুর স্মৃতিধারণ করে দীর্ঘদিন প্রকৃতিতে মাথা উচু করে দাঁড়িয়ে থেকে মানুষকে ছায়া ও অক্সিজেন দিবে।

(এস/এসপি/মার্চ ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test