E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় কলেজ মাঠে ইটের খোয়ায় বাধাগ্রস্ত মুজিব শতবর্ষের অনুষ্ঠান 

২০২০ মার্চ ০৯ ১৭:০৩:১০
পাবনায় কলেজ মাঠে ইটের খোয়ায় বাধাগ্রস্ত মুজিব শতবর্ষের অনুষ্ঠান 

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রী কলেজ মাঠে এক ঠিকাদারের ইটের খোয়া রাখোয় উক্ত কলেজের মুজিব শতবর্ষের অনুষ্ঠান বাধাগ্রস্থ্য হচ্ছে বলে জানা যায় ।

এ বিষয়ে উক্ত কলেজের অধ্যক্ষ মো: তোরাব আলী কে বার বার ফোন করা হলেও ফোন রিসিভ করেন নাই । এ বিষয়ে উক্ত কলেজের সভাপতি সাইদুর রহমান মাষ্টার বলেন এ বিষয়ে কিছুই জানেন না সব কিচ’ু অধ্যক্ষ জানেন ।

ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আহম্মদ আলী জানান বিষয়টি আমি পরিদর্শন পূর্বক উক্ত কলেজের সভাপতি ও অধ্যক্ষ কলেজ মাঠ থেকে মুজিব বর্ষের আগেই সরিয়ে ফেলার জন্য বলব যাতে মুজিব বর্ষেও অনুষ্ঠান কোন মতেই বাধাগ্রস্থ্য না হয় ।

এলাকাবাসী সূত্রে জানা যায় পাবনা এলজিইডির ঠিকাদার জিন্নান আালী নিম্ন মানের এ ইটের খোয়া এই কলেজ মাঠে রেখেছে অন্য কোন রাস্তায় ব্যবহার করার জন্য । ইতি পূর্বে উক্ত ঠিকাদারের পাবনা -আতাইকুলা রাস্তা থেকে ২৫ ট্রাক এবং ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা থেকে ২১ ট্রাক নিম্ন মানের ইটের খোয়া বাতিল করা হয়েছে ।

এ বিষয়ে পাবনা এলজিইডি অফিস গেলে ঘটনার সত্যতা জানা যায় । ইউনুছ আলী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা অবিলম্বে এসব ইটের খোয়া তাদের কলেজ মাঠ থেকে অপসারনের জন্য উর্ধবতন কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেছে ।

এ বিষয়ে ঠিকাদার জিন্নান আালী জানান, রাস্তার সাইডে জায়গা না থাকায় ইউনুছ আলী ডিগ্রী কলেজ মাঠে সাময়িকভাবে রাখা হয়েছে বিষয়টি ধানুয়াঘাটা ইউ.পি চেয়ারম্যান সেলিম হোসেন ও কলেজ সভাপতি ও অধ্যক্ষ অবগত রয়েছে।

(পিএস/এসপি/মার্চ ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test