E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদক মুক্ত করা’

২০২০ মার্চ ০৯ ১৮:০০:৩২
‘মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদক মুক্ত করা’

বাগেরহাট প্রতিনিধি : পুলিশ মহারিদর্শক আইজি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশকে মাদক মুক্ত করা। এই জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। আর দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে। দেশেকে মাদক মুক্ত করতে পুলিশ ইতিমধ্যে দেশে এর উৎস্যমুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। 

সোমবার দুপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যায়ে বাগেরহাট পুলিশ সুপারের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন কালে পুলিশের আইজি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময়ে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময়ে তিনি নবনির্মিত ফিতা কেটে ফলক উম্মোচনসহ সামনের বাউন্ডারী ওয়ালের স্থাপিত টেরাকোটা ও ভবনটি ঘুরে দেখেন। শেষে তিনি পুলিশ ভবনের সামনে গাছের চারা রোপন করেন।

(এসএকে/এসপি/মার্চ ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test