E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে সাবেক চেয়ারম্যান বদর হত্যা : আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি

২০২০ মার্চ ১০ ১৬:০৫:০৭
নড়াইলে সাবেক চেয়ারম্যান বদর হত্যা : আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা বদর খন্দকার হত্যার মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় এলাকাবাসীর আয়োজনে যশোর-কালনা মহা সড়কের টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এখানে উল্লেখ করা প্রয়োজন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিবিধ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার প্রতিপক্ষ বর্তমান নজরুল শিকদার সমর্থিত লোকজনদের সাথে সাবেক চেয়ারম্যান বদর খন্দকার সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারী বিকালে নেতা বদর খন্দকার নিজ ইটভাটা থেকে মোটরসাইকেল যোগে উপজেলা সদরে আসার পথে টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যূ হয়।

হত্যাকান্ডের পরের দিন নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে লোহাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল শিকদার, লোহাগড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ফরিদ শেখ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আজাদ সুজন সহ ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে ২৫ ফেব্রুয়ারী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৮।

মঙ্গলবার (১০মার্চ) বেলা ১১টায় যশোর-কালনা মহাসড়কের টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী নাজমিন বেগম, শিশু সন্তান সাঈদ খন্দকার, বড় ভাই বাবর খন্দকার, লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা, বদর হত্যা মামলার এজাহারভূক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন কুমার দেবদাস জানান, আসামীদের আটকের জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে। হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে। তারা হলেন, মতিউর রহমান মুন্না, রুহল আমিন, রফিক মোল্যা, আলী মিয়া মোল্যা ও বাবু মোল্যা।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিউর রহমান মুন্না মামলার এজাহারভূক্ত আসামী এবং সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

(আরএম/এসপি/মার্চ ১০, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test