E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অন্তরণে ২৫৯ জন

শরীয়তপুরে বিদেশ ফেরতরা মানছেন না নিয়মনীতি, ৩ জনকে জরিমানা

২০২০ মার্চ ১৮ ২২:৫১:৫৩
শরীয়তপুরে বিদেশ ফেরতরা মানছেন না নিয়মনীতি, ৩ জনকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি : গত ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব প্রবাসী শরীয়তপুর এসেছেন তাদেরকে গৃহ রোগ-অন্তরণে (হোম কোয়ারেন্টাইন) থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। কিন্তু তারা অনেকাংশেই মানছেননা সরকারের কোন নির্দেশনা ও নিয়মনীতি। বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলার ৬ উপজেলায় রোগ-অন্তরণে রাখা হয়েছে ২৫৯ জনকে। ১৭ মার্চ পর্যন্ত জেলার সদর ও নড়িয়া উপজেলার তিন জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়।

ইতমধ্যে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে নিয়ন্ত্রন কক্ষ বসানো হয়েছে। সেখান থেকে জেলার ছয়টি উপজেলার সর্বশেষ তথ্য জানানো হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রন কক্ষে নিয়োজিত ডাক্তার আব্দুর রশীদ জানান, বুধবার বিকেল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদেশ ফেরত নড়িয়া উপজেলায় ৯৫ জন, জাজিরা উপজেলায় ২৮ জন, ভেদরগঞ্জ উপজেলায় ৩৮ জন, গোসাইরহাট উপজেলায় ১০ জন, শরীয়তপুর সদর উপজেলায় ৪৮ ও ডামুড্যা উপজেলায় ৪০ জন মোট মোট ২৫৯ জনকে পারিবারিক রোগ- অন্তরণে রাখা হয়েছে।

সূত্র আরো জানান, গত ১৬ মার্চ পর্যন্ত ৫৪ জনকে রোগ-অন্তরণ থেকে অবমুক্ত করা হয়েছে। ১৭ মার্চ নতুন করে ৩৪ জনকে রোগ-অন্তরণে রাখা হয়েছে এবং একই দিন ২১ জনকে অবমুক্ত করা হয়েছে। ১৮ মার্চ আবার নতুন রোগ-অন্তরণ করাহ লেও অবমুক্ত করা হয়েছে জন। এ যাবৎ যাদের রোগ-অন্তরণে রাখা হয়েছে তাদের বেশির ভাগই ইতালি প্রবাসী।

জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতি ইউনিয়নে তিন জন স্বাস্থ্যকর্মীকে পর্যবেক্ষণ, নতুন প্রবাসী আগমন ও সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে অবহিত করার জন্য নিয়োগ করা হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালে ৫ শয্যার আইসোলেশন খোলা হয়েছে। রয়েছে রোগ-অন্তরণ কক্ষ (কোয়ারেন্টাইন)। এছাড়াও জাজিরা উপজেলা ৫০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। এভাবে প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে সক্ষমতা অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইন কক্ষ রয়েছে। যারা বিদেশ থেকে এসেছেন তাদের স্বাস্থ্যগত অবস্থা এখনো ভালো রয়েছে বলে জানানো হয়। তবে তারা পর্যবেক্ষণে রয়েছেন। সম্প্রতি শরীয়তপুরে সদর উপজেলার একজন প্রবাসীকে সন্দেহ হওয়ায় তার নমুনা আইইডিসিআর সংগ্রহ করার পর পরীক্ষান্তে তার শরীরে করোনা ভাইরাস পাওয়া য়ায়নি ।

শরীয়তপুরে প্রায় দুই লাখ প্রবাসী রয়েছেন, যাদের শতকরা ৭৫ জনই ইতালি প্রবাসী এবং এদর মধ্যে বেশীরভাগ নড়িয়া উপজেলার বাসিন্দা। যারা ইতমধ্যে দেশে ফিরে এসেছেন অনেকাংশেই নিয়মনীতি মানছেননা সরকারের সংঘরোধ নিয়ম। বিদেশ ফেরত প্রবাসী যত্রতত্র ঘোড়াফিরা করায় নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের রবিন সরদারকে ৫০ হাজার টাকা এবং উপজেলার একই গ্রামের সাগর মন্ডলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া সদর উপজেলার লিটন বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতালি প্রবাসী নড়িয়া উপজেলার রবিন সরদার গৃহ রোগ-অন্তরণ না মেনে এলাকায় ঘুরাঘুরির সময় বিষয়টি নজরে আসে প্রশাসনের। সরকারের নির্দেশনা অমান্য করায় নড়িয়া উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন।

শরীয়তপুরের সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন প্রবাসীদের পর্যবেক্ষণ করছেন, দিচ্ছেন পরামর্শ। অনেক ক্ষেত্রে এসব স্বাস্থ্যকর্মীরা মুখোমুখি হচ্ছেন নানা বিড়ম্বনার। তবে সব ধরনের বাধা অতিক্রম করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাঠে থাকবেন।

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা যেসব প্রবাসীরা মানবেন না প্রয়োজনে তাদের বিরুদ্ধে" সংক্রমণ রোগ নিরোধ আইন" প্রয়োগ করা হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং সচেতন হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

(কেএনআই/এসপি/মার্চ ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test