E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার

২০২০ মার্চ ১৯ ১৫:০৬:১৩
বরগুনায় জেএমবির দুই সক্রিয় সদস্য গ্রেফতার

বরগুনা প্রতিনিধি : বরগুনায় আবু সালেহ(৪৫) ও ইউসুফ মিরাজ(৩২) নামের ২ জেএমবি’র সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

বুধবার ১৮/৩/২০ দুপুরে তাদের বরগুনা সদর উপজেলা থেকে আটক করেন র‍্যাবের এলিট ফোর্স । এখবরটি রাত ৮ টা ৪২ মিনিটে সময় র‍্যাব ০৮ এর একটি বিশেষ মেইল থেকে নিশ্চিত করা হয়। আটক আবু সালেহ সদর উপজেলার গৌরিচন্না এলাকার মৃত হাতেম আলী হাওলাদার ছেলে ও ইউসুফ মিরাজ কদমতলা এলাকার আলী আকব্বর মৃধার ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর দাওয়াতি শাখার ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন।

পরে গ্রেফতারকৃত মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিন বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সংগঠনের সদস্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে থাকে।

এছাড়া পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। আসামীদ্বয় জেএমবি’র সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামীদের দাওয়াত দিয়ে থাকে। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।

র‍্যাব আরও জানান,গ্রেফতারকৃত মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব-৮ তৎপর রয়েছে।

(এটি/এসপি/মার্চ ১৯, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test