E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবাধে পোনা মাছ নিধন

মদনে বড় মাছের আকাল

২০১৪ আগস্ট ০৯ ১৬:১২:০১
মদনে বড় মাছের আকাল

মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার মৎস্য ভাণ্ডার নামে খ্যাত মদন উপজেলার সর্বত্রই মওসুমে বড় মাছের আকাল দেখা দিয়েছে। স্থানীয় হাট বাজার গুলোতে দু-এক প্রকার প্রজাতির ছোট মাছ ছাড়া বড় কোন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না।

এ সময়ে এই এলাকার হাট বাজার গুলোতে বড় মাছে ভরপুর থাকে। কিন্তু বর্ষার পানি আসার শুরুতেই এক শ্রেণীর অসাধু মৎস্যজীবি সরকার নিষিদ্ধ কারেন্ট, কণা, মশারী জাল ব্যবহার করে ডিমসহ অবাধে পোনা মাছ নিধন করায় মৎস্য ভান্ডারে শূন্যতা দেখা দিয়েছে বলে এলাকার কয়েকজন ভোক্তভোগী অভিযোগ করেন। মদন উপজেলার ফতেপুর, তিয়শ্রী, মাঘান, গোবিন্দশ্রী, মদন, কাইটাইল, নায়েকপুর ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে প্রতিদিন শত শত লোক অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন করলেও দেখার কেউ নেই। মৎস্য বিভাগ শুধু ডাকঢোল পিটিয়েই মৎস্য সপ্তাহ পালন করে দায়িত্ব শেষ করেন। এ ব্যাপারে আনসার ও ভিডিপি কমান্ডার সামছুল ইসলাম বলেন, শুধু দু-চারটি জাল পুড়েই পোনামাছ নিধন বন্ধ করা সম্ভব নয়। এর জন্য মওসুমের শুরুতেই বিভিন্ন নিম্ন অঞ্চলে উঠান বৈঠকের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধি করে পোনামাছ নিধন বন্ধ করা সম্ভব।
মদন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে মদন উপজেলা মৎস্য কর্মকর্তার পদ শূণ্য থাকায় কাজ বাস্তবায়নে বিঘ্ন ঘটছে। এ সপ্তাহেই নতুন কর্মকর্তা কাজে যোগ দিয়ে অভিযানের গতি সঞ্চার করবেন।
(এএমএ/এএস/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test