E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে অনিয়ম করায় যুবকের জরিমানা, হোম কোয়ারেন্টাইনে ৪ জন

২০২০ মার্চ ১৯ ১৮:০৪:৪১
মদনে অনিয়ম করায় যুবকের জরিমানা, হোম কোয়ারেন্টাইনে ৪ জন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে মালয়েশিয়া ফেরত এক যুবক নিয়ম ভঙ্গ করে বিয়ের প্রস্তুতি নেয়ায় ভ্রাম্যমান আদালত  বৃহস্পতিবার এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান যুবকের গ্রামের বাড়ি মদন গ্রামে গিয়ে এ আদালত পরিচালনা করেন। 

জর্ডান, মালয়েশিয়া ও আরব আমিরাত থেকে আসা ৪ জনের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে এমন সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান টিপু নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, মালয়েশিয়া থেকে আসা মনোহরপুর গ্রামের এরশাদ মিয়া, কোর্ট বিল্ডিং এলাকার জর্ডান থেকে আসা স্বরুপা আক্তার ও মালয়েশিয়া থেকে আসা পৌর সভার ৫ নং ওয়ার্ডের মৃত লাল চানের ছেলে মোঃ জাকির হোসেন, ফতেপুর গ্রামের আরব আমিরাত থেকে আসা মিলু ইয়ার চৌধুরীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। ডাক্তাররা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছেন। ১৬ মার্চ থেকে এ পর্যন্ত ৪ জন বিদেশ থেকে বাড়িতে ফেরত এসেছেন। হোম কোয়ারেনটাইনে থাকা সবাই ভাল আছেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান, হোম কোয়ারেনটাইনে থাকা অবস্থায় অনিয়ম করায় মদন গ্রামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকতে পরার্মশ দেন।

(এএম/এসপি/মার্চ ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test