E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে হোম কোয়ারেন্টাইনে ৭ জন, অনেকের তথ্য জানেনা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ

২০২০ মার্চ ১৯ ১৮:১১:৩৩
রাণীনগরে হোম কোয়ারেন্টাইনে ৭ জন, অনেকের তথ্য জানেনা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় বিদেশ ফেরত সাত জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার পর্যন্ত এসংখ্যা দুইজন থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। তবে অনেকেই বিদেশ থেকে এসে ঘোরা ফেরা করলেও এর কোন তথ্য জানা নেই উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগের। ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলে ধারনা করছেন সচেতন মহল। 

রাণীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে মাত্র দুই জনের তথ্য ছিল তাদের কাছে। এর পর ধীরে ধীরে স্থানীয়দের সহযোগিতায় তালিকায় যোগ হয় আরো তিন জনের নাম। তবে ইরাক ও সৌদি ফেরত দুই যুবকের তথ্য ছিলনা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রসাশনের কাছে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের নিকট থেকে জানতে পারেন ওই যুবকদের তথ্য।

স্থানীয়রা জানান, এক যুবক গত ১৩ মার্চ সৌদি আরব থেকে বাড়িতে ফিরে আসে এবং ১১ মার্চ ইরাক থেকে একজন বাড়িতে এসে ঘোরা ফেরা করছিল। এ সময় স্থানীয়রা চাপ প্রয়োগ করে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করে। সাত জনের মধ্যে কালিগ্রাম ইউনিয়নে তিন জন, পারইল ইউনিয়নে একজন এবং মিরাট ইউনিয়নে তিন জন রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকরা সৌদি আরব, রোমান, মালেয়েশিয়া ও ইরাক প্রবাসী।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত এমন কোন রোগী রাণীনগর উপজেলায় সনাক্ত হয়নি। আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিমধ্যে পশ্চিম বালুভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউনিটের একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা সবাইকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা নজরদারী করছেন। কোনরুপ লক্ষন দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন বলেন, ইতি মধ্যে প্রবাসীদের খবরা খবর জানতে ও করোনা ভাইরাস সম্পর্কে সচেতন এবং সার্বিক সহযোগিতা করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। বিদেশ ফেরত সবাইকে কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইন মানতে হবে। হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসকেপি/এসপি/মার্চ ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test