E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় বাজারে ভ্রাম্যমান আদালতের হানা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

২০২০ মার্চ ২১ ১৪:৫১:২৮
লোহাগড়ায় বাজারে ভ্রাম্যমান আদালতের হানা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নড়াইল প্রতিনিধি : দেশে করোনা ভাইরাস সংক্রমনের অজুহাতে কতিপয় মুনাফালোভী ব্যবসায়ি কর্তৃক নিত্য পণ্য চাল, ডাল, পিয়াজ, রসুনসহ অন্যান্য ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে নড়াইলের লোহাগড়া বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। 

শনিবার সকাল ১০টায় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জীর নেতৃত্বে একটি দল লোহাগড়া বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ি বাবলু শেখকে ৫ হাজার, ইউনুচ শেখকে ১ হাজার, দুলাল মুন্সীকে ৩ হাজার, আফজাল ফকিরকে ১ হাজার, গৌর দত্ত ৫ হাজার, শাহাদাৎ হোসেনকে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে লোহাগড়া থানার এসআই মাহাফুজসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জী প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়ে বলেন, দোকানে থাকা প্রত্যেকটি পণ্যের নামসহ মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। এ নিয়ম ভঙ্গ করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/মার্চ ২১, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test