E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা : বাগেরহাটে গণপরিবহন যাত্রীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা 

২০২০ মার্চ ২২ ১৮:০৪:৪৯
করোনা : বাগেরহাটে গণপরিবহন যাত্রীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা 

বাগেরহাট প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটে গনপরিবহনের যাত্রী ও পরিবহন শ্রমিকদের জন্য সবান-পানির ব্যবস্থা করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। রবিবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্টান্ড ও মাইক্রোবাস স্টান্ডের ৮টি স্থানে যাত্রী ও মটর শ্রমিকদের জন্য এ ব্যবস্থা করা হয়। 

বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকি জানান, প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে গনপরিবহনের যাত্রী ও মটর শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সকাল থেকেই বাস স্টান্ডের ৮টি স্থানে সবান-পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রী ও মটর শ্রমিকদের সচেতন করতে মালিক সমিতির পক্ষ থেকে লিফলেট ও মাইকিং করা হচ্ছে।

(এসএকে/এসপি/মার্চ ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test