E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়া অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে র‌্যাব, মালিককের কারাদণ্ড

২০২০ মার্চ ২৩ ১৫:০৫:৪৪
কলাপাড়া অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে র‌্যাব, মালিককের কারাদণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটাটি গুড়িয়ে দিয়েছে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এ সময় কাগজপত্র ছাড়া ইটাভাটা নির্মাণ করায় এস ডি কে ব্রিকস এর মালিক মো. নুরুল আমিন শিকদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম জানান, অনুমোদনহীন অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩( সংশোধনী ২০১৯) এর চার ধারা মোতাবেক মালিক মো. নুরুল আমিনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও অবৈধ ইটভাটা গুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

(এমকেআর/এসপি/মার্চ ২৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test