E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ঘুরফেরা করায় জরিমানা

২০২০ মার্চ ২৩ ১৮:০৭:৩৮
শরীরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ঘুরফেরা করায় জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে শরীরে জ্বর, সর্দি ও কাশি নিয়ে বাজারে ঘুরাফেরা করায় ময়মনসিংহের গৌরীপুরে এক কর্মজীবীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার তাঁতকুড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর এ জরিমানা করেন।

জানা গেছে, ওই কর্মজীবীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। সে ঢাকায় কাজ করতো। কিছুদিন আগে সে অসুস্থ শরীর নিয়ে বাড়ি আসে। জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ওই কর্মজীবী রোববার বিকালে তাতকুড়া বাজারের দোকানে ঘুরাফেরা করছিলো। এ ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত ছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করে বাড়িতে থাকার নির্দেশ দেয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় ব্যবসায়ীদের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিধি-নিষেধ মেনে চলার কথা বরেন।

রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর বলেন, করোনা ভাইরাস পরিস্থতিতে বিদেশ ফেরতদের হোমকোয়ারেন্টাইন ও স্থানীয় কেউ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছিলো। কিন্তু ওই লোক অসুস্থ শরীর নিয়ে বাজারে ঘুরাফেরা করায় জরিমানা করা হয়েছে।

(এস/এসপি/মার্চ ২৩, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test