E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় খাল দখল করে ৮ প্রভাবশালীর পাকা ভবন নির্মাণ  

২০২০ মার্চ ২৩ ২৩:২৫:৪৬
আগৈলঝাড়ায় খাল দখল করে ৮ প্রভাবশালীর পাকা ভবন নির্মাণ  

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে পাকা ভবন নির্মান করছে স্থানীয় আটজন প্রভাবশালী। খাল দখল করে পাকা ভবন নির্মান করায় চলতি ইরি-বোর মৌসুমে ওই খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অবৈধ দখলদাররা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা রাজিহার ইউনিয়নের মাগুরা-বাহাদুরপুর খালের মাগুরা বাজারের কয়েকদিন ধরে স্থানীয় হেমায়েত ঘরামী, ফারুক বেপারী, আলমগীর হাওলাদার, জুয়েল রাঢ়ী, জুলহাস মিয়া, কলম সরদার, ইউনুস মুন্সী ও তোয়াব আলী সরকারী খাল দখল করে পাকা দোকান ঘর নির্মান করে আসছেন।

খাল দখল করে পাকা দোকান ঘর নির্মানের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হওয়ায় চলতি বোরো মৌসুমের পানি সেচের জন্য বিপাকে পরেছে ওই এলাকার কৃষকরা। পাকা ভবন নির্মান কারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।

উপজেলার বিভিন্ন সরকারী খাল, নদী, রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ভবন নির্মান করে আসছেন স্থানীয় প্রভাবশালীরা। তবে মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে পাকা ভবন নির্মান কাজে বাধা দিলেও কয়েক মাস যাওয়ার পর ওই স্থানের পাকা ভবন উঠে যায়। উপজেলা সদর বাজারের মধ্য দিয়ে পূর্ব দিকের খালে বাজারের ময়লা ফেলে খাল ভরাট করে দিয়েছে ব্যবসায়ীরা। যা দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ওই খালের সুবিধা পাওয়া গৈলা, শিহিপাশা, সুজনকাঠী, কালুপাড়াসহ বিভিন্ন এলাকায় চলতি ইরিবোরো মৌসুমে অনেক জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। চলতি ইরি-বোরো মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্র হ্রাস পাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের বলেন, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের খবর পেয়ে সংশ্লিষ্ঠ এলাকার তহশিলদার ও ভুমি অফিসের সার্ভেয়ার পাঠিয়ে পাকা ভবন নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test