E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় করোনা মোকাবেলায় চিরাং ইউনিয়ন পরিষদে জরুরী সভা 

২০২০ মার্চ ২৪ ১৮:৪৩:১২
কেন্দুয়ায় করোনা মোকাবেলায় চিরাং ইউনিয়ন পরিষদে জরুরী সভা 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : করোনা ভাইরাস মোকাবেলায় কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকাল ১০টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম খান জরিপ। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ দাউদ হোসেন। 

করোনা প্রতিরোধে প্রতিটি মানুষকে সচেতন হওয়ার দাবীতে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনামুল কবীর খান, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, চিরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মুকসুমুল হাকিম মনু, প্যানেল চেয়ারম্যান হাসান আলী ও গন্যমান্য ব্যক্তি আতাউর রহমান প্রমুখ।

ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে যারা দেশে ফিরেছেন তাদেরকে অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি তা কেউ অমান্য করেন বা সেই ব্যক্তিকে আত্মীয় হিসেবে কেউ বিষয়টি গোপন রাখেন সেক্ষেত্রে আমি নিজে পুলিশ ও প্রশাসনে খবর দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

তিনি বলেন, আক্রান্ত একজন লোকের কাছ থেকে এই করোনা ভাইরাস ৩০ হাজার ব্যক্তির মাঝে ছড়িয়ে পড়তে পারে। ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সচেতনতা মূলক ব্যানার ফ্যাস্টুন টানিয়ে জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেবেন।

এছাড়া মাইকেও প্রচাণা চালাচ্ছেন তিনি। ব্যানার ফ্যাস্টুনে হাসপাতালের জরুরী নাম্বার দেয়া থাকবে। তিনি সকল শ্রেনী পেশার মানুষকে করোনা ভাইরাসের বিষয়ে ঐক্যবদ্ধ ও সচেতন থেকে মোকাবেলার আহবান জানান।

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test