E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৬ 

২০২০ মার্চ ২৮ ১৭:০১:০৪
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৬ 

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাজার এলাকায় শনিবার (২৮ মার্চ) সকাল ছয় টার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-১১৭১) উল্টে ছয় জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরোও ১০জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে নয়জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় তারা সবাই সিমেন্ট ভর্তি ট্রাকে করে গন্তব্যে যাচ্ছিলো।

নিহতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুরের চরভাদাই গ্রামের জুলহাস, বগুড়ার দুপচাচিয়ার আলিফ ও কাদের এবং রংপুরের পীরগাছার আব্দুল্লাহ। নিহত এক নারীসহ দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদরের কান্দিলা বাজার এলাকায় মহাসড়ক নির্মাণ কাজ চলমান থাকায় থাকার কারণে ব্রীজিটির দুই পাশেই রয়েছে উচু-নিচু। ব্রীজে উঠার আগে নেই কোন গতি নিয়ন্ত্রক বা সতর্কীকরণ চিহ্ন। এরপরেও অধিকাংশই যানবাহনই গতি কমিয়ে পার হয় এই ব্রীজটি। কিন্তু সকালের দিকে (বগুড়া ট ১১- ১১৭১) নাম্বারের সিমেন্ট বুঝাই ট্রাক চালক গতি না কমিয়ে প্রায় ঘুমন্ত অবস্থায় পার হচ্ছিলেন ওই স্থান। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উঠিয়ে দেন আইল্যান্ডে। পরে ট্রাক উল্টে ও সিমেন্টের নীচে চাপা পড়ে ঘটনাস্থেই এক নারীসহ চারজন ও হাসপাতালে নেয়ার পর একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও ১০ জন। ট্রাকটিতে ছিলেন প্রায় ৩০ জনের মতো নিম্ন আয়ের মানুষ।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম ও ট্রাফিক পুলিশের পরিদর্শক সাজেদুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক(বগুড়া-ট-১১-১১৭১) শনিবার সকাল ৬টার দিকে মহাসড়কের কান্দিলায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই চার জন ও হাসপাতালে নেয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।আহত হয়েছে ১০ জন হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা: সজিব জানান, চিকিৎসাধীন দশ জনের মধ্যে ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক।

(আরকেপি/এসপি/মার্চ ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test