E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে করোনা নিয়ে ফেসবুকে গুজব, দুই যুবক আটক

২০২০ মার্চ ২৮ ২১:৪৭:০১
ঠাকুরগাঁওয়ে করোনা নিয়ে ফেসবুকে গুজব, দুই যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ঠাকুরগাঁওয়ে দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

আটককৃতরা হলেন-শহরের পূর্ব হাজীপাড়ার মাহাবুব আলমের ছেলে মাহফুজ (২৭) ও শহরের গোয়ালপাড়া এলাকার আবু তালেবের ছেলে নুর আলম (২৭)।

ওসি বলেন, ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে এমন গুজব ফেইসবুকে ছড়ায় আটককৃত দুই যুবক। তবে খোঁজ-খবর নিয়ে এমন তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এদিকে এমন গুজবে আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। গুজব ছড়ানোর অভিযোগে তাদের বাড়িতে অভিযান চালিয়ে গুজব রটনাকারী দুই যুবককে আটক করা হয়েছে

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(এফ/এসপি/মার্চ ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test