E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোহাগড়ায় পুলিশের বেতনের টাকায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

২০২০ মার্চ ২৯ ১৮:৩২:৩৪
লোহাগড়ায় পুলিশের বেতনের টাকায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

নড়াইল প্রতিনিধি : পুলিশের বেতনের টাকায় হোম কোয়ারেন্টাইনড দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে রবিবার (২৯ মার্চ) বিকালে নড়াইলের পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম(বার) এ চাল বিতরণ করেন।

লোহাগড়া থানার এস,আই মিল্টন কুমার দেবদাস জানান, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসন সকলকে হোম কোয়ারেন্টাইন্ডে থাকার পরামর্শ দেয়। সরকারি নির্দেশ মানতে গিয়ে এলাকার দরিদ্র মানুষজন কিছুটা আর্থিক সংকটে পড়ে যায়। তাই তাদের প্রতি মানবিক বিষয়টি বিবেচনা করে লোহাগড়া থানা পুলিশের নিজেদের বেতনের টাকায় হোম কোয়ারেন্টাইন্ডে থাকা একশ পরিবারকে দশকেজি করে চাউল প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন পিপিএম(বার) চাউল বিতরণকালে বলেন, করোনা প্রতিরোধে সকলকে বেশি বেশি সচেতন হতে হবে। পরিস্কার, পরিচ্ছন্নতা, নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। সরকারি নিয়ম মেনে চললে দেশের মানুষ করোনার থাবা থেকে মুক্তি পাবে। পুলিশ সব পরিস্থিতিতেই সাধারণ মানুষের পাশে থাকবে। চাউল বিতরণকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, ওসি (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারী উপস্থিত ছিলেন।

সুবিধাভোগী ভ্যান চালক মোঃ ইমদাদুল মোল্যা বলেন, বিপদের দিনে পুলিশ আমাদের পাশে দাঁড়িয়েছে। চায়ের দোকানদার পাগলা বলেন, দেশের সব পুলিশ যদি দরিদ্রদের পাশে দাঁড়ায় তবে বিপদের দিনে স্বস্তিতে থাকতো দরিদ্ররা।

(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test