E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে পুলিশের সচেতনামূলক মহড়া

২০২০ মার্চ ২৯ ২৩:৫২:৫৯
ঈশ্বরদীতে পুলিশের সচেতনামূলক মহড়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পুলিশ বিভাগ বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক টহল কার্যক্রম শুরু করেছে । এসময় তারা ঈশ্বরদী উপজেলার বেশ কয়েকটি এলাকায় কার্যক্রম চালান।

রবিবার বিকেলে ঈশ্বরদী থানা কার্যালয় হতে শুরু হয় এই কার্যক্রম। শহরের রেলগেট, এয়ারপোর্ট মোড়, আরামবাড়িয়া বাজার, মাঝদিয়া, পিয়ারপুর, তালতলা, পাকশী ইউনিয়নের রূপপুর, লক্ষীকুন্ডা ও সাহাপুর ইউনিয়ন, চরগড়গড়ি, দাশুড়িয়া ইউনিয়ন, আলহাজ্ব মোড়, অরণকোলা, কলেজ রোড ও শহররের বাজার এলাকায় এসে এই মহড়া শেষ হয়।এতে নেতৃত্ব দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী ও ওসি (তদন্ত) অরবিন্দ সরকার উপস্থিত ছিলেন।

এসময় মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিতের আহব্বানসহ বিভিন্ন সচেতনতার আহ্বান জানানো হয়।

(এসকেকে/এসপি/মার্চ ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test