E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

২০২০ এপ্রিল ০১ ১৬:৩৩:০৬
নাগরপুরে নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান এবং ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালিত করেন তিনি। 

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোকনা, পাকুটিয়া, মামুদনগর ইউনিয়নের চায়ের দোকানি, কুলি, দিনমজুর, সেলুন কর্মীসহ ২০০ শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু ও একটি করে সাবান বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,‘সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন পালনকারি দরিদ্রদের বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। ত্রান পৌঁছে দেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী।

(আরএস/এসপি/এপ্রিল ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test