E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ

২০২০ এপ্রিল ০১ ১৮:০৮:৩৩
গৌরীপুরে কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নভেল করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে লকডাউনের কারণে ময়মনসিংহের গৌরীপুরে কর্মহীন হয়ে পড়া দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বিভিন্ন সংগঠন। 

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি‘র ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছে ছাত্রলীগ-যুবলীগের কমীরা।

তিনি উপজেলার ২হাজার পরিবারকে এ সহায়তা দিচ্ছেন। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, ইউএনও সেঁজুতি ধর, পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা পাপ্পু উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ২হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন।

গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে চলছে পৌরসভার ৩হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে কর্মহীন দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে চলছে ত্রাণ সামগ্রী বিতরণ। সেই সাথে চলছে ফোন কলের মাধ্যমে জয় বাংলা সাইকেল সার্ভিস।

এই সার্ভিসের মাধ্যমে রাতে ঔষধের দোকান বন্ধ হয়ে গেলে সকাল ৬টা পর্যন্ত অতি প্রয়োজনীয় কিছু ঔষধ বিতরণ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বাসায় পৌঁছে দেয়ার কাজ। গৌরীপুর রাজ ওস্তাগার শ্রমিক ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া সংগঠনের ৮০জন সদস্যকে মঙ্গলবার (৩১মার্চ) ত্রাণ সামগ্রী বিতরণ করেন গৌরীপুর রাজ ওস্তাগার শ্রমিক ইউনিয়ন।

তাদের হাতে চাল, ডালসহ নিত্যপণ্য সামগ্রী তুলে দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ এর উদ্যোগে চলছে ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি। গৌরীপুর স্বজন সমাবেশ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় চাল,ডাল, সয়াবিন তেল, পেয়াজ, আলু।

(এস/এসপি/এপ্রিল ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test