E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা আতংকে রোগীশুন্য বাগেরহাট সদর হাসপাতাল

২০২০ এপ্রিল ০২ ১৮:০৫:৩৫
করোনা আতংকে রোগীশুন্য বাগেরহাট সদর হাসপাতাল

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমন আতংকে রোগীশুন্য হয়ে পড়েছে একমাত্র সদর হাসপাতাল। বাগেরহাট জেলা শহরের একমাত্র ১০০ শয্যার এই সরকারী হাসপালটিতে আগে যেখানে রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হতো। হাসপাতালের বেড ছাড়াও বারান্দায়ও রোগীতে ঠাসা থাকতো সেখানে এখন প্রায় রোগী শুন্য থাকায় হাসপাতালের খালী বেডগুলো খা-খা করছে। ইনডোর ও আউটডোরে রোগীর না থাকায় এক প্রকার ভূতুড়ে আবস্থা বিরাজ করছে। করোনা আতংকের কারনে প্রানভয়ে রোগীরা আসপাতালে আসছেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন আজ (বৃহস্পতিবার) দুপুরে জানান, মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমন আতংকে এখন রোগীশুন্য প্রায় বাগেরহাট সদর হাসপাতাল। বাগেরহাট জেলা শহরের একমাত্র ১০০ শয্যার এই সরকারী হাসপালটিতে প্রতিদিন যেখানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য সেবা নিতে আউটডোরে ৫০০ থেকে ৫৫০ রোগীর আসতো।

করোনা আতংক ছড়িয়ে পড়ার পর এখন সেখানে রোগী আসার সংখ্যা কমে ১০০জনে এসে দাড়িয়েছে। প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০ রোগীকে হাসপাতালে ভর্তি করা হতো। সেখানে এখন নতুন কোন রোগী ভর্তি হতে আসছেনা। এখন হাসপাতালে মহিলা-শিশুসহ সর্বমোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীরা সুস্থ্য হয়ে বাড়ী ফেরারর সাথে সাথে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যাও কমে আসছে।

(এসএকে/এসপি/এপ্রিল ০২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test