E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের এনজিও কর্মীর মৃত্যু

২০২০ এপ্রিল ০৩ ১৮:১০:৩০
সড়ক দুর্ঘটনায় চাটমোহরের এনজিও কর্মীর মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর থেকে মাছের পিকআপে ঢাকা যাবার সময় সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিমপার্শে এক সড়ক দূর্ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর হোসেন চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামের রমজান মোল্লার ছেলে। সে পিসিডি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন।

নিহতের বড় ভাই আব্দুল কুদ্দুস আলো জানান, নরসিংদী জেলার বেলাবো থানায় ছোট ভাই আলমগীরের স্ত্রী পুলিশ সদস্য পদে কর্মরত আছে। প্রায় সপ্তাহে ছুটির দিনে সে তার স্ত্রীর সাথে দেখা করার জন্য সেখানে যায়। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয় তার স্ত্রীর কর্মস্থলের উদ্দেশ্যে।

দেশের এমন পরিস্থিতিতে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকায় চাটমোহর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি মাছের পিকআপ গাড়িতে ওঠে। পথিমধ্যে সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিমপার্শে গাড়ির চাকা পামচার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে দূর্ঘটনায় ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়।

(এস/এসপি/এপ্রিল ০৩, ২০২০)

পাঠকের মতামত:

০৬ জুন ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test