E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাদুল্যাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যূ

২০২০ এপ্রিল ০৪ ১৬:৩৯:৫৯
সাদুল্যাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যূ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া। 

৩ এপ্রিল ক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে ধানের জমিতে কিটনাশক ঔষধ দেওয়ার সময় বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে কলেজ ছাত্র শ্রী উৎফল কুমার সরকার (১৮)ও তার মা সাধনা রানী (৫৪) ঘটনাস্থলে মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, কলেজ ছাত্র উৎফল বিকালে প্রতিবেশী মনি মিয়ার ধানের জমিতে কিটনাশক ঔষধ দেওয়ার সময় পার্শ্ববর্তী ইটভাটার পড়ে থাকা বৈদ্যুতিক তার জমিতে পরে ছিলো সৈই অবৈধ ভাবে নেয়া বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে উৎফল এর মৃত্যূ হয়।
পরে সন্ধায় উৎফলের মা সাধনা রানী ছেলেকে খুজতে গেলে দেখেন তার ছেলে বৈদ্যুতিক তার সহ জমিতে পড়ে আছে, সাধনা রানী ছেলে কে পড়ে থাকা দেখে,তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুৎ তারের পৃষ্ট হয়ে মারা যান।

ঘটনাটির পর থেকে হিন্দু গ্রামটিতে শোকের ছায়া নেমে আসে।

অন্যদিকে গ্রামের কিছু প্রভাবশালীরা ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।

পরে সাদুল্যাপুর থানা পুলিশ ঘটনান্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

স্থানীয় এক ব্যাক্তি জানায়, এসএসবি বিসক এর মালিক শহিদুল ইসলাম বাবলা গত ০৭/০৮ মাস আছে ইট ভাটাটি তড়িঘড়ি করে চালু করেন।

এবং পার্শ্ববর্তী একটি প্রতিষ্টান থেকে জমির উপর দিয়ে বাশের খুটির সাহায্য বিদ্যুাতের লাইন নেন তার ইটভাটায়।

এ নিয়ে স্থানীয় ও জমির মালিকগন বারবার অভিযোগ করেও, তিনি এর কোন ব্যবস্থা নেননি।

ঘটনার পর থেকে মালিক সহ প্রতিষ্টানের কর্মচারির ঘা ঢাকা দিয়েছে। স্থানীয়রা এর সুষ্ট বিচার দাবী করেছেন।

(এস/এসপি/এপ্রিল ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test