E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৩

২০১৪ আগস্ট ১০ ১১:২৫:২২
রংপুরে শিবিরকর্মীসহ গ্রেফতার ৪৩

রংপুর প্রতিনিধি : রংপুর জেলা পুলিশের অভিযানে শিবিরের ৯ কর্মীসহ ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে নগরীর হনুমানতলা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের ৯ কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিবিরকর্মীরা হলেন- সোহেল রানা, মেজবা উদ্দিন, জসিম উদ্দিন, হামিদুর রহমান, রাকিবুল, শামসুল হক, হাসান আল মাহমুদ, হাফিজার রহমান ও নাজমুল।

এ সময় সেখান থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতার শিবিরকর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

মো. শরিফুল ইসলাম আরও জানান, এ বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ১৬ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ পাঁচজনকে, কাউনিয়া থানা পুলিশ চারজনকে, মিঠাপুকুর থানা পুলিশ তিনজনকে, তারাগঞ্জ থানা পুলিশ দুইজনকে, পীরগাছা থানা পুলিশ দুইজনকে, পীরগঞ্জ ও বদরগঞ্জ থানা পুলিশ একজন করে গ্রেফতার করে।

এদের বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী, খুন, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, মাদক ব্যবসা, মাদক সেবন, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি

(ওএস/এইচআর/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test