E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে পুলিশের নারী পিএসআইকে গলা কেটে হত্যার চেষ্টা 

২০২০ এপ্রিল ০৬ ১৫:৫৫:৩১
মাদারীপুরে পুলিশের নারী পিএসআইকে গলা কেটে হত্যার চেষ্টা 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর মডেল থানার পিএসআই (প্রশিক্ষণকালীন) অনিমা বাড়ৈকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে শহরের লেকেরপাড়ে পুলিশ সুপার কার্যালয়ের পাশেই পৌর শিশুপার্কের সামনে এ ঘটনা ঘটে। 

অনিমা বাড়ৈ এর বাড়ী গোপালগঞ্জ জেলার ভাঙ্গারহাট এলাকায়। গুরুতর আহত অনিমাকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতেই তার গলায় অপারেশন হয়। এখনও সে পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আহত অনিমা বাড়ৈ এর পরিচিত বগুড়া জেলার রনবীর এই ঘটনা ঘটিয়েছে। তাকে ধরার জন্য অভিযান চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, গত তিন মাস আগে অনিমা বাড়ৈ মাদারীপুর সদর মডেল থানায় পিএসআই হিসেবে যোগদান করেন। রবিবার রাত ১১টার দিকে অনিমা থানায় ডিউটি শেষে করে পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর শিশুপার্কের সমানে আসলে আগে থেকে বসে থাকা রনবীর নামে এক যুবক তাকে হত্যার জন্য গলায় ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন আহত অনিমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। রাতেই তার গলায় অপারেশন হয়। সে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। এদিকে ঘাতক রনবীরকে ধরতে রাত থেকেই আমরা কয়েকটি টিম মাঠে নেমেছি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।

(এএস/এসপি/এপ্রিল ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test