E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে দুঃস্থদের মাঝে প্রবাসীর অর্থে খাদ্য সামগ্রী বিতরণ

২০২০ এপ্রিল ০৭ ১৮:৫২:৫২
গৌরনদীতে দুঃস্থদের মাঝে প্রবাসীর অর্থে খাদ্য সামগ্রী বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : করোনার প্রভাবে ঘরবন্দি কর্মহীন, অসহায় গরীব-দুঃস্থ পরিবারের মাঝে মঙ্গলবার সকালে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

কাতারের মিড নাইট ট্রেডিং এ্যান্ড ঠিকাদারী প্রতিষ্ঠান এবং দোহা আল-মদিনা ট্রেডিং এ্যান্ড ঠিকাদারী প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার নুর ইসলাম হাওলাদারের অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ৩৫০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কমলাপুর তুলাতলা বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন অর্থদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হাওলাদার, আয়োজক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদ হোসেন হাওলাদার, পেট্রোবাংলার ডেপুটি ম্যানেজার ফেরদাউস হাওলাদার, পপুলার ডায়াগনস্টিকের কর্মকর্তা সানাউল হাওলাদার।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা সেরনিয়াবাত, সাবেক সাধারণ সম্পাদক অখিল দাস, ডাঃ এইচএম রাহাত উপস্থিত ছিলেন। কর্মহীন ও অসহায় ৩৫০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মশুরের ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও একটি করে সাবান বিতরণ করা হয়। অন্যদিকে গৌরনদী উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে মঙ্গলবার সকালে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বাংলাদেশ ডেভেলমেন্ট সোসাইটি (বিডিএস) এর উদ্যোগে ৫০ জন কর্মহীন অসহায় প্রত্যেককে ৫০০টাকা করে সোট ২৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার অর্থ ব্যবস্থাপক শ্যামল কুমার বৈরাগী, স্থানীয় শাখা ব্যবস্থাপক সোহাগ মোল্লা, হিসাব রক্ষক মাইনুল ইসলাম।

(টিবি/এসপি/এপ্রিল ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test