E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডৌয়াতলা ইউপির উপ-নির্বাচন

চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর প্রতিক বরাদ্দ

২০১৪ আগস্ট ১০ ১৩:১৬:৩৮
চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর প্রতিক বরাদ্দ

বরগুনা প্রতিনিধি : গত ৩১ মার্চ অনুষ্ঠেয় পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাইতুল ইসলাম লিটু মৃধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ শূন্য পদে গত ২৪ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করে আগামী ২৪ আগষ্ট উপ-নিবার্চন অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হয়।

রবিবার সকালে ৫ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। প্রার্থীরা হলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরাইয়া কামাল মাধুরী (আনারস), বামনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সরোয়ার খান রুস্তুম (দোয়াতকলম) সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান খান (চশমা), মো.শাহজালাল মৃধা (তালা), মো.হুমায়ুন কবীর (জাহাজ) ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ডৌয়াতলা ইউনিয়নে মোট ১১ হাজার একশত দুইজন ভোটারের মধ্যে ৫ হাজার তিনশত ৩১জন পুরুষ এবং ৫হাজার সাতশত ৭১জন মহিলা ভোটার রয়েছে।

(এমএইচ/এইচআর/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test