E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসছেন লোকজন, রায়পুরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক

২০২০ এপ্রিল ১০ ১৬:৫২:০৭
নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসছেন লোকজন, রায়পুরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা প্রায় অর্ধশতাধিক বিভিন্ন পেশার লোকজন লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস সংক্রমণের ছড়ানোর আশঙ্কা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গত দুই দিন থেকে নানা কৌশলে তারা রায়পুরে আসছেন। সরকারি নির্দেশনা অমান্য করে হোম কোয়ারেন্টিনেও থাকছেন না তারা। তাদের বিরুদ্ধে পাড়া-মহল্লা ও হাটবাজারে প্রকাশ্যে ঘুরে বেড়ানোসহ আড্ডা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতেও উপজেলা প্রশাসনের কোনো নজরদারি না থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলছেন, ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে ওদের কড়া সতর্কতার মধ্যেই হোম কোয়ারেন্টিনে নিয়ে তালিকা দেওয়ার জন্য। তবে এখনও তালিকা পায়নি ইউএনও।
স্থানীয় এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় সরকারি সিদ্ধান্তে অফিস-আদালতে সাধারণ ছুটি চলছে। দোকানপাটের পাশাপাশি গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। নৌযান চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে। এসব নির্দেশনা সবাইকে মানাতে উপজেলা প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠপর্যায়ে কাজ করছে। কিন্তু লক্ষ্মীপুরের রায়পুরে নারায়ণগঞ্জ থেকে টলার ও ইঞ্জিনচালিত নৌকায় নৌপথসহ বিভিন্ন কৌশলে ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থান প্রায় অর্ধশতাধিক প্রবেশ করেছেন জানা যায়। নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে।

বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা তোফায়ের আহম্মেদ ও মোস্তাফা মিয়া জানান, আমাদের পাশর্^বর্তী ভূইয়া গাজী পাটোয়ারী আনোয়ারের ভগ্নিপতি নারায়ণগঞ্জ থেকে এসে সে বাহিরে ঘুরে বেড়াচ্ছে ও কোয়ারেন্টিন মানছে না। বিষিয়টি পুলিশকে বলা হয়েছে।

উপজেলার চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যা বিএনসি বলেন, আমরা নৌপথ দিয়ে নারায়ণগঞ্জসহ অন্য এলাকার লোকজনের রায়পুরে প্রবেশ ঠেকানোর চেষ্টা চালাচ্ছি। নদী পাড়ে লাঠিসোঁটা নিয়ে সার্বক্ষণিক পাহারা বসানো হয়েছে। অনেককে ফেরতও পাঠিয়েছি। আমার ইউনিয়নেও ৮ থেকে ১০জন নারায়ণগঞ্জ থেকে এসেছে। তাই ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে প্রায় অর্ধশতাধিক লোকজনের তালিকা আজই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পাঠানো হবে।

উপজেলা বামনী ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল মন্সি বলেন, গত দু’দিনে আমার ইউনিয়নের তিনটি ওয়ার্ডে ৫ জন লোক নারায়ণগঞ্জ থেকে এসেছে। আমি বিষয়টি প্রসাশনকে জানিয়েছি এবং তাঁদের কোয়ারেন্টিন রাখার চেষ্টা করছি।

এ নিয়ে রায়পুর পৌর সভার মেয়র ইসমাইল খোকন বলেন বলেন, করোনা সংকটেও বিয়ের ঘটনা পুরো এলাকার জন্য বিপদ ডেকে আনতে পারে। নারায়ণগঞ্জ ফেরত লোকজন হোম কোয়ারেন্টিন না মানলে সবাই সম্মিলিত ভাবে কাজ করে আইনগত ব্যবস্থা নেয়া উচিৎ এখনই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন, বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ থেকে মানুষজনের রায়পুরে চলে আসা ঠেকাতে তারা তৎপর রয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে। তবু এভাবে কেউ চলে এসেছেন, জানতে পারলে তাঁকে হোম কোয়ারেন্টিন করা হচ্ছে, যাতে তাঁর মাধ্যমে কোনো খারাপ অবস্থা সৃষ্টি না হতে পারে। এছাড়াও নতুন করে আর যেন কেউ আসতে না পারে সে জন্য উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

(এস/এসপি/এপ্রিল ১০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test