E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেবাচিমের পিসিআর ল্যাবের প্রথম রিপোর্টে চার বাড়ির লকডাউন প্রত্যাহার

২০২০ এপ্রিল ১০ ১৮:০৫:২৫
শেবাচিমের পিসিআর ল্যাবের প্রথম রিপোর্টে চার বাড়ির লকডাউন প্রত্যাহার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার বাকেরগঞ্জ উপজেলার চার বাড়ির লকডাউন অবস্থা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার প্রাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আমেনা বেগম (৪০) নামের এক নারী করোনার উপসর্গ নিয়ে গত ৭ এপ্রিল হাসপাতালের দারস্থ হন। জ্বর, সর্দিসহ বিভিন্ন কারণে করোনা সন্দেহে ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছিলো স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে গত ৭ এপ্রিল বিকেল থেকেই ওই নারীর বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে প্রেরণকৃত ওই নারীর নমুনা পরীক্ষা করে রিপোর্টে ফলাফল নেগেটিভ আসে। ফলে ওই নারী করোনায় আক্রান্ত নন। এ কারনে ওই নারীসহ তার আশপাশের চারটি বাড়ির লকডাউন অবস্থা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা ভাইরাস সনাক্তে এটাই প্রথম টেষ্ট ছিলো বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গত ৮ এপ্রিল ল্যাবের কার্যক্রম শুরুর দিন আমেনা নামের ওই নারীর কাছ থেকে সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য পাঠায় শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ। একদিন পরে যার রিপোর্ট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বরিশালে চালু হওয়া আরটি-পিসিআর ল্যাবে দুই দিনে চার জন সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার ল্যাবটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সন্দেহভাজন দুইজনের এবং বৃহস্পতিবার আরও দুইজনের করোনা সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে বুধবার নমুনা পরীক্ষা করা দুইজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তাদের দুইজনের কেহই করোনায় আক্রান্ত নয়। বাকি দুইজনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

(টিবি/এসপি/এপ্রিল ১০, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test