E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জ থেকে গোপনে বরিশালে আসছে মানুষ, আট বাড়ি লকডাউন

২০২০ এপ্রিল ১০ ১৮:১৬:৩৯
নারায়ণগঞ্জ থেকে গোপনে বরিশালে আসছে মানুষ, আট বাড়ি লকডাউন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : করোনা পরিস্থিতিতে দেশব্যাপী গণপরিবহন ও জনচলাচল বন্ধ থাকলেও সম্প্রতি কিছু মানুষ অতিগোপনে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উজিরপুর উপজেলায় এসেছেন। করোনা ইস্যুতে সন্দেহভাজন মনে হওয়ায় এজন্য ওই উপজেলার আটটি বাড়ি লকডাউন করা হয়েছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস বলেন, লকডাউনের মধ্যে উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাতটি ও উপজেলাধীন বরাকোঠা ইউনিয়নের একটি বাড়ি রয়েছে। ইউএনও জানান, সম্প্রতি এসব বাড়িতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে কিছু লোক এসেছেন। তাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সতর্কতা অবলম্বনে বাড়িগুলোকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বর্তমানে জনচলাচলকে নিরুৎসাহিত করে বলেন, প্রিয় বরিশালবাসী বৃহত্তর স্বার্থে সবাই আপনজনদের যার যার বর্তমান অবস্থানেই থাকতে বলুন। ঢাকা, নারায়ণগঞ্জ বা নরসিংদী থেকে কাউকে বরিশালে আসতে নিরুৎসাহিত করুন। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত ব্যস্ত সময় পার করছে জেলা ও উপজেলা প্রশাসন। গোটা বরিশালজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(টিবি/এসপি/এপ্রিল ১০, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test