E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মালয়েশিয়াগামি ৬৯ যাত্রী উদ্ধার : ২ দালাল আটক

২০১৪ আগস্ট ১০ ১৫:১১:৩২
মালয়েশিয়াগামি ৬৯ যাত্রী উদ্ধার : ২ দালাল আটক

কক্সবাজার প্রতিনিধি : অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়াযাত্রাকালে কক্সবাজারে ৬৯ যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও কোষ্টগার্ড সদস্যরা। এসময় আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে পুলিশ ও কোষ্টগার্ডের পৃথক অভিযানে এদের আটক করা হয়।

এরমধ্যে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার সদর থানার পুলিশ ১৩ মালয়েশিয়াগামিকে উদ্ধার করে ২ জনকে আটক করে। একই সময় কক্সবাজারের সোনাদিয়া বঙ্গোপসাগরের মোহনা থেকে উদ্ধার করা হয় ৫৬ জন মালয়েশিয়াগামি।
জানা যায়, কক্সবাজার শহরের কলাতলী রোড়ের সাংস্কৃতিক কেন্দ্রের সামনের টাউন কটেজ থেকে মানবপাচারকারী দলের ২ সদস্যকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এ সময় ১৩ জন মালেয়শিয়াগামীকে উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর থানার এস আই কামাল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে সী টাউন কটেজ থেকে মানবপাচারকারীর সাথে জড়িত ২ যুবককে আটক করা হয়েছে।
এরা হলো কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের তাজের কাটা এলাকার দুদু মিয়ার পুত্র এমদাদুল হক (২২) ও একই উপজেলার নতুন বাজার এলাকার নূর আহাম্মদের পুত্র ফজলুল করিম ( ২০ )।
এ সময় আরো ১৩ জন মালেয়শিয়াগামীকে উদ্ধার করা হয়েছে।
তারা হলো সাতক্ষিরা জেলার কায়লরওয়া উপজেলার সংকরপুরের আবুল কাশেমের পুত্র আবুল কালাম, মাদারীপুরের রাউইন উপজেলার আধার খোয়ার নিমাই ব্যাপারির পুত্র আবুল কাশেম সোহাগ,জিকুরগাদার হিরন মাতাবরের পুত্র লিটন মাতবর, রাজশাহীর চারগাড়া উপজেলার মাড়িয়ার আলাউদ্দিনের পুত্র আলামিন, লোকমানের পুত্র নয়ন ইসলাম,সালামের পুত্র কামরুল, নরসিংদীর কিপপুর উপজেলার নৌকাঘাটার বাহেদের পুত্র শফিকুল, একই উপজেলার দোলা পশ্চিমপাড়ার আলীর পুত্র হেলাল, ওমর আলীর পুত্র রউব মিয়া, আইলা আলীর পুত্র হাফিজ উল্ল্যা, মন্তাজ হাজীর পুত্র খলিলুর ( ২২), চুয়াডাঙ্গার আলম ভাঙ্গা উপজেলার কাসিপুরের বুলবুল আহমদের পুত্র সানোয়ার ও একই উপজেলার লেদার নগর এলাকার আরোজ আলীর পুত্র শাহাবুল।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, আটক ২ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে এবং উদ্ধার হওয়া ১৩ জনকে তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
অপরদিকে একই সময় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে ৫৬ জন মালেয়াশিয়াগামি যাত্রী সহ একটি ট্রলার জব্দ করা হয়। এসময় কোষ্টগার্ডকে লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুঁড়ে পাচারকারীরা।
কোষ্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাদিয়ার নিকটে অভিযান চালিয়ে ৫৬ জন মালয়েশিয়াগামী যুবককে উদ্ধার করা হয়। এসময় পাচারকারীরা কোষ্ট গার্ডকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আটকদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
(টিটি/এএস/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test