E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসায় বসে পহেলা বৈশাখ চলছে প্রতিযোগিতা

২০২০ এপ্রিল ১৪ ১৮:৩৬:৩০
বাসায় বসে পহেলা বৈশাখ চলছে প্রতিযোগিতা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাসায় বসে এবার বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখের আয়োজন করেছে চারুকলা বরিশাল। এজন্য শিশু কিশোরদের নিয়ে তারা ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে নববর্ষের সৃজনশীল উপস্থাপনা সংযুক্ত করেছে।

যেখানে বরাবরের মতোই আয়োজন করা হয়েছিলো-মঙ্গলপ্রদীপ প্রজ্জলন, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকার প্রতিযোগিতাসহ সৃজনশীল নানা উপস্থাপনা। চারুকলা বরিশালের সদস্য অন্বেষা জানান, তারা প্রতিবছর নানা আয়োজনে মঙ্গল শোভাযাত্রা করে থাকেন। এবার করোনা পরিস্থিতির কারণে বাড়িতে বসেই সকল আয়োজন করেছেন। যা নির্ধারিত ফেসবুক পেইজে দেওয়া হচ্ছে।

চারুকলার সংগঠক রনি দাস জানান, এবার জনসমাগম করে নববর্ষ পালন করার বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় তাদের ভিন্ন উপায় খুঁজতে হয়েছে। তাই এবার তারা শিশুদের নিজ নিজ গৃহে বৈশাখের নানা উপকরণ তৈরী করতে আহবান জানিয়েছেন। এসবের ছবি বা ভিডিও করে সামাজিক যোগযোগ মাধ্যমসহ ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরা হচ্ছে।

চারুকলা বরিশালের অন্যতম সংগঠক দীপংকর চক্রবর্তী জানান, আমাদের আহবান ছিলো বর্ষবরণের এই ঐতিহ্য হিসেবে একদম কিছু না থাকলেও আমরা যেন এক টুকরো কাপড় সেলাই করে টানিয়ে রাখি।

চারুকলার সংগঠকরা জানান, আমাদের এবারের আয়োজনে বিভিন্ন বয়সের শতাধিক শিশু কিশোররা যুক্ত হয়েছেন। পহেলা বৈশাখের (মঙ্গলবার) সকাল ১০টায় এ উপলক্ষে তারা ঘরে বসে চিত্রাংকন প্রতিযোগিতায় অশংগ্রহণ করেন। করোনামুক্ত আগামী দিনগুলিতে সবাই যেন প্রাণের এই উৎসবে আবার মিলতে পারে-সেই আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি আলতাফ হোসেন।

(টিবি/এসপি/এপ্রিল ১৪, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test