E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নববর্ষে স্বাস্থ্য কর্মী ও পুলিশ বিভাগকে খাদ্যদ্রব্য উপহার দিয়েছে ঈশ্বরদী খেলাঘর

২০২০ এপ্রিল ১৪ ২২:১৩:১০
নববর্ষে স্বাস্থ্য কর্মী ও পুলিশ বিভাগকে খাদ্যদ্রব্য উপহার দিয়েছে ঈশ্বরদী খেলাঘর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বাংলা সববর্ষ উপলক্ষে করোনা যুদ্ধে নিয়োজিত ঈশ্বরদীর স্বাস্থ্য কর্মী ও পুলিশ বিভাগের সদস্যদের মধ্যে উন্নতমানের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ঈশ্বরদী খেলাঘর আসর। খেলাঘরের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরুর উদ্যোগে খেলাঘরের মাধ্যমে এই খাদ্যসামগ্রী প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়। খেলাঘরের ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকিউল মাওলা সুমন কর্মীদের নিয়ে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং থানায় এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ব্যরিষ্টার জিরু বলেন, দেশের এই সঙ্কটকালে আমরা ঘরে বসে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছি। অথচ স্বাস্থ্য কর্মী ও পুলিশ বিভাগের সদস্যরা নিজে ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই নববর্ষে আমার এই উদ্যোগ তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ক্ষুদ্র প্রয়াস ছাড়া আর কিছুই নয়।

এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, সবুজ কুঁড়ির অধ্যক্ষ কবির আলী হিরু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুব্রত কুমার বিশ্বাস, খেলাঘরের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তুফানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৪, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test