E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ঈশ্বরদীতে গৃহবধূ আনজেরা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

২০২০ এপ্রিল ১৫ ১৩:৪০:৩০
ঈশ্বরদীতে গৃহবধূ আনজেরা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের চাঞ্চল্যকর গৃহবধূ আনজেরা হত্যা মামলার প্রধান আসামী নিহতের স্বামী আজিবার সরকার (৫০) মঙ্গলবার দিবাগত পুলিশের হাতে ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার দ্বীপচর থেকে মামলার আইও এসআই হালিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই মামলার ৫ আসামির মধ্যে এপর্যন্ত ২ জন গ্রেফতার হলো।

প্রসঙ্গত: গত ১১ এপ্রিল দুপুরে জমি বিক্রিতে রাজী না হওয়ায় নিহত আনজেরার স্বামী, ছেলে ও ছেলের বৌ এবং দুই দেবর মিলে আনজেরাকে বাঁশ, লোহার রড ও পাইপ দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই আনজেরা খাতুনের (৪৫) প্রাণহানি ঘটে। এঘটনায় নিহতের চাচাতো বোন আলেয়া বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।

ঘটনার দিনই আসামি নিহতের ছেলের বৌ ছাদিয়া (৩০)কে পুলিশ গ্রেফতার করে। নিহতের ছেলেসহ এখনো ৩ আসামি পলাতক রয়েছে।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৫, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test