E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে চেকপোষ্ট বসিয়ে নাগরিকদের তাপমাত্রা পরীক্ষা করবে পুলিশ 

২০২০ এপ্রিল ১৬ ১৮:২২:১৮
মৌলভীবাজারে চেকপোষ্ট বসিয়ে নাগরিকদের তাপমাত্রা পরীক্ষা করবে পুলিশ 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে থার্মার স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে পুলিশ। তাপমাত্রা পরীক্ষার সময় যাদের শরীরে ১০০ মিটারের বেশি তাপমাত্রা পাওয়া যাচ্ছে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় থাকতে বলছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের পশ্চিমবাজার এলাকায় জনপ্রতিনিধি,সাংবাদিক,পথচারি সহ বিভিন্ন পেশার নাগরীকদের শরীরের থার্মার স্ক্যানার দিয়ে তাপমাত্রা মেপে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও পুলিশ পরিদর্শক(অপারেশন) হুমায়ুন আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনার সদস্যরা।

এসময় পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম সাংবাদিকদের জানান, করোনার সংক্রমণ রোধে সাধারণ মানুষের জীবন রক্ষায় জেলা শহরের প্রবেশ পথের ৫টি স্থানে চেকপোষ্ট বসিয়ে এই যন্ত্র দিয়ে শরীরের তাপমাত্রা মাপার কার্যক্রম আজ (বৃহস্পতিবার) থেকে শুরু করবে পুলিশ। তাপমাত্রা মাপার পর যাদের শরীরে ১০০ উপরে তাপমাত্রা পাওয়া যাবে তাদেরকে চিকিৎসকের সাথে কথা বলে বাসায় থাকার পরামর্শ দেয়া হবে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মরণঘাতী করোনার সংক্রমণ রোধে জেলা পুলিশের নানা উদ্যেগের মধ্যে সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা মাপার জন্য ৩টি থার্মার স্ক্যানার তারা পেয়েছেন, যেগুলো দিয়ে পুলিশ সাধারণ মানুষের শরীরে তাপমাত্রা মাপার কার্যক্রম পরিচালনা করবেন।

(একে/এসপি/এপ্রিল ১৬, ২০২০)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test