E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনাভাইরাস দুর্যোগে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এর পক্ষ থেকে ত্রান সামগ্রী হস্তান্তর  

২০২০ এপ্রিল ১৬ ১৯:১০:৪৭
করোনাভাইরাস দুর্যোগে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এর পক্ষ থেকে ত্রান সামগ্রী হস্তান্তর  

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মরণঘাতী করোনাভাইরাস দুর্যোগে কর্মহীন হয়ে পরা নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে পর্যটন শহর শ্রীমঙ্গলে অবস্থিত বিশ্বমানের পাঁচতারকা রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করোনা ভাইরাস দুর্যোগে গরীব দুস্থদের সহায়তার জন্য বিনামূল্যে ২৪ টন (২৪,০০০ কেজি) খাদ্য সামগ্রী চাল জেলা প্রশাসন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিরেক্টর ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট ফারুক রহমান জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নিকট ১২টন, শ্রীমঙ্গল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নিকট ৪ টন, শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ আব্দুস ছালেকের নিকট ৪টন ও কমলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের নিকট ৪ টন চাল প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ বাংলাদেশের প্রথমসারির পাঁচ তারকা রিসোর্ট হিসেবে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছে।

(একে/এসপি/এপ্রিল ১৬, ২০২০)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test