E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘি লকডাউন ঘোষণা

২০২০ এপ্রিল ১৭ ১৭:৩৭:৫৯
আদমদীঘি লকডাউন ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলাকে লকডাউন ঘোষণা করেন প্রসাশন। করোনায় এক ব্যক্তি আক্রান্ত হবার পরে সকলের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অবস্থা জারি থাকবে।

জানা যায়, করোনাভাইরাসের ব্যাপক প্রার্দুভাব দেখা দিয়েছে। এ কারণে ঢাকা-নারায়নগঞ্জ থেকে মানুষ উপজেলায় আগমনের প্রবণতা দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে আইন-শৃংখলা সংক্রান্ত সকল সংস্থার মতামতের ভিত্তিতে প্রাণঘাতী করানোভাইরাস প্রতিরোধে লকডাউন ঘোষণা করা হয়। উপজেলার কেউ বাইরে যেতে পারবেন না এবং অন্য উপজেলার বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতেও পারবেন না।

সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ বিদ্যুৎ-গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতামুক্ত থাকবে।

এব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/এপ্রিল ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test