E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে হাটের ইজারাদারকে টোল আদায়ে বাধা দেয়ার অভিযোগ

২০২০ এপ্রিল ১৭ ১৮:৩৭:১৪
চাটমোহরে হাটের ইজারাদারকে টোল আদায়ে বাধা দেয়ার অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে হাটের ইজারাদারকে টোল আদায়ে বাধা দেওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন টোল আদায়ে বাধা দেওয়ার পাশাপাশি ইজারদারকে হুমকিও দিয়েছেন।

এ ব্যাপারে ইজারাদার সেলিম রেজা পাবনা জেলা প্রশাসক,পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির নিকট অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয় ইউপি চেয়ারম্যান রাত ১টার সময় রসুন বেচাকেনার হাট বসিয়ে টোল আদায় করেছেন।

অভিযোগে জানা গেছে,১৪২৭ বাংলা সনের জন্য হরিপুর হাটের ইজারা পেয়েছেন চাটমোহরের মোঃ সেলিম রেজা। ইজারা পাওয়ার পর থেকেই ইউপি চেয়ারম্যান ইজারাদারকে হাটে না যাওয়ার জন্য বলেন এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের এলাকায় টোল আদায় না করার জন্য নির্দেশ দেন। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম হাটবার ছিলো। এরআগেই বুধবার দিবাগত রাত ১টার পর পরই ইউপি চেয়ারম্যান তাঁর পরিষদ কমপ্লেক্স চত্বরে রসুনের হাট বসায়। সকাল পর্যন্ত হাজার হাজার টাকার রসুন বেচাকেনা হয়। হাট চলাকালে চৌকিদার মোতায়েন করা হয়।

এ নিয়ে চেয়ারম্যানের সাথে ইজারাদারের দ্বন্দ্ব শুরু হয়। চেয়ারম্যান জানায়,হাট পেরিফেরির জায়গা ছাড়া কোন টোল আদায় করতে দেওয়া হবে না। ইজারাদার দাবি করেন হাটবারে হাট পেরিফেরির জায়গাসহ আশপাশের যে স্থানে দোকানপাট কিংবা বেচাকেনা হবে,সেটা হাট বলেই গণ্য। হাটের ইজারাদার সেলিম রেজা অভিযোগ করেন,চেয়ারম্যান জোর জবরদস্তি হাটে বাধা সৃষ্টি করছেন। নানা রকম হুমকি দিচ্ছেন।

এ ব্যাপারে আমি বিভিন্ন স্থানে অভিযোগ করেছি। হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন তাঁর ইউনিয়ন পরিষদ চত্বরে রাতে রসুন হাট বসানোর কথা স্বীকার করে বলেন, আমি আমার পরিষদ চত্বরে কোন টোল আদায় করতে দেব না। হাট পেরিফেরির স্থানে তারা টোল আদায় করুক।

সরকারিভাবে ইজারা দেওয়া হাট ও আশেপাশের স্থানে বসা দোকানপাট ও পণ্য সামগ্রী বেচাকেনার টোল আদায় বাধা দিতে পারেন কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিষয়টি ইউএনও মহোদয়কে বলেছি। তাছাড়া আমি পরিষদ চত্বরে কোন টোল আদায় করতে দেবো না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, আমি ইজারাদারকে চেয়ারম্যানের সাথে সমন্বয় করে নেওয়ার কথা বলেছি। তারপরও অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেবো।

(এস/এসপি/এপ্রিল ১৭, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test